Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কুমারগাতা ইউনিয়ন

এক নজরে

ঐত্যিবাহী ৪ নং কুমারাগাতা ইউনিইয়ন কাল পরিক্রমায় আজ শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায়সমুজ্জ্বলহয়ে ওঠেছে।

ক) নাম – ৪নং কুমারগাতাইউনিয়ন পরিষদ।

খ) আয়তন

হেক্টর

বর্গ মাইল

২৫৫২

১৫.৮৫

গ) লোকসংখ্যা – ৩০৭৯৯।  (২০০১সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ২০টি।

ঙ) মৌজার সংখ্যা – ২০টি।

চ) হাট/বাজার সংখ্যা -০৭টি।

ছ) ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/বাস।

জ) শিক্ষার হার – ৮৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    দাখিল মাদ্রাসা- ৩টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আলহাজ্ব মোঃ আকবর আলী সরকার

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৪/০৪/২০০৫ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ১৩/০৭/২০১৬ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ০৮/০৮/২০১৬ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –

 

ঢ) গ্রাম সমূহের নাম –

কান্দyলিয়া                          বন্দে স্বরস্বতী                গাড়াইকুটি                  মালতিপুর

পাথালিয়া                      রাজপুর                      ডৌয়াখোলা              কান্দাপাড়া

সত্রাশিয়া                    সাতাশিয়া                             পাইকাশিমুল                 গন্ধর্বপুর

শ্যামপুর                      সোনাপুর                    দিঘলগাও               দত্তপাড়া

ঘোষবাড়ী                         চকনারায়নপুর           কুমারগাতা               খুকশিয়া

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

                   ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

                   ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

            ৪) নৈশপ্রহরী-১জন ।

            ৫) ঝাড়ুদার-১জন ।

            ৬) ট্যাক্স আদায়কারী-৩জন ।

            ৭)এল এম এস এস-১জন ।