শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত ।
স্বাস্থ্য পরিবার গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন।
কৃষি, পশু সম্পদ মৎস্যও অন্যাণ্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
মহামারি নিয়ন্ত্রণ ও দূর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
কর, ফি, টোল ফিস ইত্যাদি কার্যকরণ ও আদায়।
পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় সম্পাদন।
খেলাধূলা সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগীতা প্রদান।
পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
জন্ম- মৃত্যু নিবন্ধিকরণ।
সরকারী স্থান, উন্মুক্ত জায়গা উদ্যান ও থেলার মাঠের হেফাজত করণ।
ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জালানো।
বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবঙ বৃক্ষ সম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।
করবস্থান, শশ্মান জনসাধারনের সবার স্থান ও অন্যান্য সরকারি সম্পত্তি রক্ষানাবেক্ষণ ও পরিচালনা।
জনপথ ও রাজপথ ও সরকারি স্থানে অনধিকার প্রবেশ রোধ এবং এসব স্থানে উৎপাক ও তার কারণ বন্ধ করা।
জসপথ ও রাজপথের ক্ষতি বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা।
গোবর ও রাস্তায় আবর্জনা সংগ্রহ অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।
অপরাধমূলক ও বিপদ জনক ব্যবসা নিয়ন্ত্রণ।
মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন এবং পশু জবাই নিয়ন্ত্রণ।
ইউনিয়নের নতুন বাড়ী দালান নির্মাণ ও পূর্ন:নির্মাণ এবং বিপদ জনক দালান নিয়ন্ত্রণ।
কুয়া, পানি তোলার কল, জলাধার পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষন।
খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্থাস্থের জন্য ক্ষতি কর সন্দেহযুক্ত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে পানি ব্যবহার নিষিদ্ধ করা।
খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাচা বা পশু গোসল করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।
পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।
আবাসিক এলাকার মধ্যে চামড়া, রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।
আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর ও অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।
আবাসিক এলাকায় ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।
অগ্নি, বণ্যা শিলা বৃষ্টি সহ ঝড় ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহস ও সরকারকে সার্বক্ষনিক সহায়তা প্রদান।
বিধবা, এতিম, গরীব ও দু:স্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষন ও সাহায্য করা।
সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন ও উৎসাহ প্রদান।
বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহন।
গবাদি পশুর খোয়ার নিয়ন্ত্রণ ও রক্ষানাবেক্ষনের ব্যবস্থা করা।
প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা।
ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা, আরাম- আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ।
ই- গবর্নেস চালু ও উৎসাহিত করণ।
ইউনিয়ন পরিষদের মতো সাদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগীতা সম্প্রসারণ।
সরকার কর্তৃক সময় সময়ে আরোপিত দায়িত্বাবলী।
বিভিন্নসমস্যার সমাধান, গ্রাম আদালত, শালিস, উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারেরপরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওয়ারিশসনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, রাস্তা-ঘাট, পুল-কালভার্টনির্মাণ ইত্যাদি।